ত্রিপুরা
img

নিজের জুত জমি ফিরে পেতে পশ্চিম জেলার জেলা শাসকের দারস্ত এক পরিবার।

দক্ষিণ ইন্দ্রনগরের মসজিদ পাড়ার বিষ্ণু লোধ একই এলাকার বাসিন্দা নিতাই চৌধুরী র  কাছ থেকে ৭গন্ডা জমি ক্রয় করেছিলেন ।জমি কেনার সময়  জমি সঠিক মতে দিলেও কিন্তু পরে জায়গার পরিমাণ কমিয়ে দেয়। এই বিষয়ে নিয়ে বিষ্ণু লোধ নিতাই  চৌধুরীর কাছে জানতে চাইলে নিতাই চৌধুরী ও তার পরিবার অকথ্য ভাষায় গালিগালাজ সহ  জানে মেরে  ফেলার  হুমকি দেয় বলে অভিযোগ। সমস্যা সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, কে চিঠি মারফত এই বিষয়টি জানানো হয় তাতেও নাকি সমস্যা সমাধান হয়নি,। পশ্চিম জেলার জেলাশাসকের নির্দেশে গত ১৪ আগস্ট জায়গা নির্ধারণ করার জন্য  দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গেলেও তাদের সাথে নিতাই  চৌধুরীর  পরিবারের লোকেরা খারাপ ব্যবহার করে শেষ পর্যন্ত জায়গা নির্ধারণ করা হয়নি পাশাপাশি বিষ্ণু লোধকে প্রানে  মারার হুমকিও দিয়ে থাকেন নিতাই চৌধুরী সহ তার পরিবারের লোকেরা। অতিসত্বর নিজের জুত  জমি ফিরে পাওয়ার জন্য সোমবার পশ্চিম জেলা জেলাশাসকের নিকট ডেপোটেশনে মিলিত হন বিষ্ণু লোধ ও তার পরিবার। এদিন বিষ্ণু লোধ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে  সম্পূর্ণ বিষয় তুলে ধরেন