
জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কলসী সৎসঙ্গপাড়ায় শীব মন্দির থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ঘটনার বিবরনে জানাযায় সোমবার সকালবেলায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কলসী সৎসঙ্গ পাড়ায় স্থানীয় একটি শিব মন্দিরের ভেতরে এলাকার যুবক আকাশ মগ ( ১৮ ) এর মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজনেরা। রক্তাক্ত অবস্থায় মৃতদেহ মন্দিরে পরে থাকতেদেখে বিষয়টি জানানো হয় বাইখোড়া থানায়। ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার পুলিশ ,এবং, দক্ষিণ জুনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং ও আরক্ষা প্রসাশনের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কিভবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারছেনা। পরিবারের পক্ষথেকে মৃত্যুর সঠিক কারন জানতে আবেদন করাহয়। এখন দেখার বিষয় আকাশ মগের মৃত্যুর সঠিক তদন্তে পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।