
অবশেষে খয়েরপুর মন্ডলের যুব মোর্চা সভাপতি মান্না দেকে বহিষ্কারের চিঠি প্রকাশ্যে এল। এলাকায় অসামাজিক কাজ করার পাশাপাশি বিভিন্ন ধরনের অনৈতিক কাজের জন্য তাকে দল থেকে বহিস্কারের নির্দেশ দিয়েছেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত।
প্রায় তিন মাস আগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খয়েরপুরের যুব মোর্চা সভাপতি মান্না দেকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল তার অনৈতিক কাজের জন্য। কিন্তু তাকে বহিষ্কারের চিঠিটি এতদিন ধরে ধামাচাপা দিয়ে রেখেছিলেন খয়েরপুরের পক্ককেশ প্রাজ্ঞ মুখিয়া। কিন্তু শেষ রক্ষা হলো না দৈনিক সংগ্রাম পত্রিকায় এবং এশিয়ান টাইমস নিউজ চ্যানেলে মান্না দের ধারাবাহিক কুকীর্তি প্রকাশ হতেই নিজের পিঠ বাঁচাতে মান্নাকে দল থেকে বহিষ্কারের বিজ্ঞপ্তি সামনে আনতে বাধ্য হলেন খয়েরপুরের মুখিয়া। মান্নাকে দল থেকে বহিষ্কারের চিঠিটিতে স্পষ্ট বলা হয়েছে সে অসামাজিক কাজে জড়িত। এক্ষেত্রে দল তাকে শুধরাবার জন্য সুযোগ দিয়েছিল। কিন্তু তারপরেও সে তার অবৈধ কার্যকলাপ চালিয়ে গেছে। এই নিয়ে স্থানীয় সচেতন নাগরিকরা বহুদিন ধরেই সরব। কিন্তু খয়েরপুরের মুখিয়ার ছত্রছায়ায় থাকায় মান্নার বিরুদ্ধে স্থানীয় মানুষজন এতদিন মুখ খুলতে পারছিল না কিছুটা ভয়েই। তবে তার বহিষ্কারের বিজ্ঞপ্তিটি বের হতেই খুশি এলাকার সৎ বিজেপি কর্মীরা। অনেকেই বলাবলি করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কানে খয়েরপুরের সমস্ত খবরই গেছে এবং তাও গেছে বহুদিন আগেই। আর মুখ্যমন্ত্রীর নির্দেশেই চলতি বছরের গত মে মাসে ২৪ তারিখ তাকে বহিষ্কার করার চিঠিটি পৌঁছে দেওয়া হয়েছে। আর এই চিঠিটিতে স্বাক্ষর করেছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। কিন্তু মান্নাকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সে চিঠিটি পৌঁছে দেওয়ার পরও খয়েরপুরের পক্ক কেশ প্রাজ্ঞ মুখিয়া চিঠির বিষয়টি নিজের স্বার্থে সামনে আনার চেষ্টা করেননি। বরং মান্নাকে প্রশ্রয় দিয়ে নিজের মারিং বাণিজ্য আরো বিস্তৃত করেছিলেন। কিন্তু গত মাস কয়েক ধরে মান্নার নারী ঘটিত কেলেঙ্কারিগুলো সহ খয়েরপুর এলাকায় তার দুই নম্বরীকাজগুলি মান্নার কাছ থেকে ডিভোর্স চাওয়া দ্বিতীয় স্ত্রী সামাজিক মাধ্যমে ভাইরাল করতেই লেজে গোবরে হয়ে গেছেন খয়েরপুরের মুখিয়া। আর এই ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্ব খয়েরপুরের মান্না দেকে পদ থেকে সরিয়ে এবং চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কার করার পরও কি করে সে দলীয় পদমর্যাদা ব্যবহার করে নিজের মৌরসীপাট্টা কায়েম করে রেখেছিল সে ব্যাপারে জবাবদিহি চায়। জানা গেছে জবাবদিহি দিতে গিয়ে কাল ঘাম ছুটেছে খয়েরপুরের মুখিয়ার। শেষে নিজের মুখ রক্ষা করতে গিয়ে মুখিয়া মান্নাকে বহিষ্কারের বিষয়টি প্রকাশ্যে এনে কোনরকমে নিজের অবস্থান বজায় রেখেছেন বলে খবর। কিন্তু মুখিয়ার উপরেও স্থানীয় সৎ বিজেপি কর্মীরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ। এক্ষেত্রে স্থানীয় সৎ বিজেপি কর্মীরা মুখিয়ারও অপসারণ করার দাবি তুলেছেন। এখন মান্নার পর মুখিয়া কি করে নিজের অবস্থান বজায় রাখে সেটাই দেখার।