ত্রিপুরা
img

ইস্টবেঙ্গল লিজেন্ডস বনাম মোহনবাগান লিজেন্ডস ম্যাচের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

মাখন লাল সাহা মেমোরিয়াল লিজেন্ডস  কাপ ইস্টবেঙ্গল লিজেন্ডস বনামমোহনবাগান  লিজেন্ডস অনুষ্ঠিত হচ্ছে আগরতলা উমাকান্ত মাঠে। যার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। 
প্রীতি এই ম্যাচে উভয় দল ভালো খেলা প্রদর্শন করেন।নির্ধারিত ৭০ মিনিটে কেউই গোল করতে না পারায় ট্রাইবেকারে গড়ায় খেলা   ট্রাইবেকারে   ম্যাচ জয়ী হয় ইস্টবেঙ্গল লিজেন্ডার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা