
শারদীয়ার প্রাক লগ্নে খুঁটি পূজার মধ্যে দিয়ে প্রত্যেক বছরের ন্যায় নিয়ম ও প্রথা মেনে বিলোনিয়া বনকর মুহুরী নদীর উত্তর পাড় ইয়ূথ ক্লাব এন্ড প্লে সেন্টার আগমনীর বার্তা দিল।রবিবার সকালে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কাঠামো ও খুঁটি পূজা। । খুঁটি ও কাঠামো পূজা কে কেন্দ্র করে এলাকার মহিলা থেকে শুরু করে সকল সদস্যদের মধ্যে এক দারুণ উৎসাহ লক্ষ্য করা যায়, এবং এক আলাদা অনুভূতি সৃষ্টি হয় মা মর্তে আসছে বলে। ক্লাব প্রাঙ্গনে দাঁড়িয়ে ইয়ূথ ক্লাব এন্ড প্লে সেন্টারের পূজো কমিটির কর্মকর্তা সুদীপ দাস ইয়ূথ ক্লাব এন্ড প্লে সেন্টারের সদস্যদের সঙ্গে নিয়ে ক্লাবের এবারের পূজার প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত আকারে সংবাদ মাধ্যমের তুলে ধরতে গিয়ে বলেন ইয়ূথ ক্লাব এন্ড প্লে সেন্টারের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এই খুঁটি পূজার মধ্যে দিয়ে, ২০২৫ সালের দুর্গোৎসবকে রাজ্যবাসীর কাছে আকর্ষণীয় করে তোলার জন্য প্যান্ডেল লাইট এবারে ও পশ্চিম বঙ্গের শিল্পীদের ছোঁয়ায় আধুনিকত্ব করে তুলে ধরা হবে,