
Aug 17, 2025
কৃষকদের আয় দ্বীগুন করতে কাজকরেযাচ্ছে রাজ্যসরকার। রাজ্যসরকারের উদ্দ্যগে কৃষকদের কৃষিজফসল উৎপাদনে বিভিনপ্রকারের সুযোগসুবিধ প্রদানকরাহচ্ছে। অপরদিকে কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে যাতেকরে কোনোপ্রকার সমস্যার সন্মুখিনহতেনাহয় তারদিকে নজররেখে সরকারিভাবে কৃষকদের উৎপাদিত ধান ক্রয়ের কাজশুরুহয়। রবিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বেতাগা বাজার এলাকায় মহকুমা শাসকের উদ্দ্যোগে সরকারি ভাবে ধানক্রয়ের কাজশুরুহয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমাশাসক মনোজকুমার সাহা, শান্তির বাজার পুরপরিষদের ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা, সহ অন্যান্যরা