ত্রিপুরা
img

সেচের জলের অভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ!

ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকার কুলেশনগর গ্রামে সেচের জলের অভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। একটি সেচের পাম্প থাকলেও তার সুবিধা পাননা সব কৃষক। ফলে পাম্প মেশিন ভাড়া করে ধানচাষ করছে চাষীরা। জলের অভাবে ব্যাহত হচ্ছে সব্জি উৎপাদন। নেই সরকারী সারের বন্দোবস্ত। নজর নেই কৃষক দরদীদের। ক্ষোভে ফুঁসছেন এলাকার ভূক্তভোগী কৃষকরা। রাজ্যের কৃষিমন্ত্রী নিজে লাইমলাইটে আসতে এবং একেবারে  ধানের জমিতে নেমে রাজ্যের একপ্রান্তে যখন ব্যাস্ত ধানের চারা রোপনে তখনই অন্যপ্রান্তে উঠে আসছে সরকারীভাবে সেচের জলের অভাবে কৃষকদের হাহাকারের ঘটনা। অভিযোগ উঠছে সরকারীভাবে কৃষকদের সার ও কিটনাশক না মেলার। ফটিকরায় বিধানসভাধীন গকুলনগর গ্রামপঞ্চায়েতের কুলেশনগর এলাকার কৃষক রাখাল নমঃ আভিযোগ করেন, তাদের কৃষিকাজের জন্য সরকারীভাবে নেই কোন সেচের জলের ব্যাবস্থা। বৃষ্টির জলের উপরই নির্ভর তাদের চাষাবাদ। এলাকায় একটি পাম্প মেশিন থাকলেও তা দিয়ে জল পাননা তারা। মোট ৭০ থেকে আশিটি পরিবারের দিন কাটছে সেচ সমস্যায়। ধান উৎপাদন করতে নিজেরা পাম্প মেশিন ভাড়া করে জল সেচ করতে হচ্ছে জমিতে। জলের অভাবে বন্ধ হয়ে গিয়েছে জমিতে সব্জি উৎপাদন।