ত্রিপুরা
img

তৈরি হচ্ছে ৩০ ফুটের গনেশ মূর্তি

রবিবার কাশিপুর গনেশ পূজা কমিটির উদ্যোগে কাশিপুর বাজারে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় । এই দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি প্রানজিত বণিক  , এছাড়াও উপস্থিত ছিলেন  কাউন্সিলর  উত্তম কুমার ঘোষ  । এই দিনের এই  সাংবাদিক সম্মেলনে ঘোষণা হয়েছে এবার ৩০ ফুটের গণেশ মূর্তি তৈরি হচ্ছে ।এবং ৫ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।এই গনেশ পূজার নিয়ে বিস্তারিত বিষয় এদিন সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয় ।