ত্রিপুরা
img

রোটারি ক্লাব অফ অ্যাম্পায়ারিং- এর রক্তদান শিবির!

রবিবার রোটারি ক্লাব অফ অ্যাম্পায়ারিং আগরতলা, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সহযোগিতায়, আগরতলার আদরনি টি এস্টেটের পাশে সিআরপিএফের গ্রুপ সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রোটারি ক্লাব অফ অ্যাম্পায়ারিং এর যে মূল লক্ষ্য "নিজের উপরে সেবা", যা মানবিক সেবা এবং সম্প্রদায়ের কল্যাণের প্রতি ক্লাবের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে এবং স্থানীয় ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সরবরাহের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা বজায় রাখার লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।আজকের এই শিবিরে  সিআরপিএফ কর্মী এবং রোটারিয়ানরা অংশগ্রহণ করে।রক্তদান শিবিরে উপস্থিত থেকে  রোটারিয়ান  সঞ্জীবন দত্ত মৃত্যুর পরে তাঁর দেহ আগরতলা সরকারি মেডিকেল কলেজে দান করার প্রতিশ্রুতি প্রদান করে।  আজকের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।তাছাড়া উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ অ্যাম্পায়ারিং আগরতলার সভাপতি ডঃ দামোদর চ্যাটার্জী।সচিব ঝুমুর বণিক সেনগুপ্ত ,
আইজিপি-সিআরপিএফ-বিমল কুমার বিস্ত সহ অন্যান্যরা।