ত্রিপুরা
img

সি আই টি ইউ সদর দপ্তরে মেগা রক্তদান শিবির

সি আই টি ইউ জিরানীয়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার সি আই টি ইউ সদর দপ্তরে এক মেগা রক্তদান , দেহদান ও চক্ষুদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের এই  রক্তদান শিবিরটি পরিদর্শন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম বর্ষিয়ান নেতৃত্ব মানিক সরকার, বিরোধীদল নেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে, উপজাতি নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা।