ত্রিপুরা
img

পূজোর সাপলা ফুল আনতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু!

মনসা পূজার দিনে ঘটলো এক মর্মান্তিক ঘটনা। রবিবার সকাল সাড়ে নয়টা নাগাদ শাপলা ফুল আনতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু ৬৫ বছরের এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম অমল কান্তি সাহা। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কলোনী 3 নং এলাকার বাসিন্দা অমলকান্তি সাহা পেশায় ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। পরিবারের কাছ থেকে জানা গেছে, বাড়িতে মনসা পূজো তার জন্যই বাড়ির পাশে পুকুরে শাপলা ফুল তুলতে নেমেছিল আর ওপরে উঠতে পারেননি তিনি। তৎক্ষণাৎ এলাকাবাসীরা উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা চন্দ্রপুর এলাকায়। এদিকে বাড়ির পূজার্চনা মাঝপথেই থেমে যায়।