
Aug 17, 2025
লেফুঙ্গা থানাধীন কলাপানিয়া এলাকায় রাবার বাগান থেকে উদ্ধার হয় একটি ড্রোন।এই ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কালাপানীয়া সহ গোটা বামুটিয়া এলাকায়। জানা যায় লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত লেম্বুছড়া কালাপানিয়া এলাকায় আকাশ দেববর্মা নামে এক যুবক সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে ড্রোনটি পড়ে থাকতে দেখতে পায় এবং স্থানীয়দের খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ সহ লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ, শুরু করে তদন্ত।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় এটি একটি সাধারণ ড্রোন এবং ড্রোনটি উদ্ধার করে নিয়ে যান।