
আজ মনসা পূজো । মা বিষহরি আরাধনায় পুরো রাজ্যবাসী মেতে উঠেছে।মনসা পূজা বাঙালির সংস্কৃতি ও লোকবিশ্বাসের একটি অবিচ্ছেদ্য অংশ, যা আজও বহু মানুষের জীবনে গুরুত্ব বহন করে। মনসা দেবীকে রোগ নিরাময়ের দেবী হিসেবেও পূজা করা হয়। কোথাও কোথাও মনসা দেবীর পট বা চিত্র এঁকে পূজা করা হয়। আবার কোথাও ঘট স্থাপন করে পূজা করা হয়। এদিন দেবীকে ধুপদী দুধ কলা পদ্ম পুষ্প দিয়ে দেবীরআরাধনা করা হয়।যথারীতি বিধি মেনে রবিবার দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো মনসা মায়ের পূজো। দুর্গা বাড়িতে মনসা দেবীর পূজা সে রাজন আমল থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে । প্রথা অনুযায়ী এদিন দেবীর উদ্দেশ্যে বলেও দেওয়ার রীতি রয়েছে।রাজবাড়ীর ঠাকুরদালনে ভক্তদের ভিড় ছিল বেশ লক্ষণীয়।।