
নৃশংস অত্যাচার মায়ের, লোহা গরম করে হাত পুড়ালো মা তার শিশু কন্যার । এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গতকাল রাত্রিবেলা কৈলাসহর থানার অধীনে দেওরাছড়া ADC ভিলেজের অধীনে ভূইয়াপাড়া ৪ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা সুবল ভুইয়ার স্ত্রী শিল্পী ভূইয়া প্রতিদিন রাত্রিবেল মদ্যপান করে নির্যাতন চালায় তার সন্তান ও তার স্বামীর উপর। এলাকাবাসীরা ওই মহিলার যন্ত্রণায় এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছে, বলে জানায় ।অভিযোগ গত শুক্রবার রাত্রিবেলা উনার সাড়ে তিন বছরের নাবালিকার উপর অত্যাচার চালায় একসময় একটি লোহা গরম করে হাত পুড়িয়ে ফেলে ওই নাবালিকার। সাথে সাথে নাবালিকাটি মাটিতে লুটিয়ে পড়ে এরপর এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে জড়ো হয় এবং আহত নাবালিকাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়। শনিবার দুপুর বেলা গ্রামের মানুষেরা একত্রিত হয়ে তার তীব্র প্রতিবাদ জানায় এবং শিল্পী ভূইয়াকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয় গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানায় ওই মহিলার পূর্বে আরেকটি সন্তান ছিল সেটাকেও নাকি খুন করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল। বর্তমান কন্যা সন্তানের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে প্রতিদিন ওই মহিলা অতিরিক্ত মদ্যপান করে রাত্রিবেলা। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায় ওই নাবালিকার শিশুর। এলাকাবাসীদের দাবি ওই মহিলা সেই এলাকায় বসবাস করলে পরিবেশ নষ্ট হবে তাই ওই মহিলা যাতে ওই এলাকায় আর প্রবেশ না করে তার ব্যবস্থা নিয়েছে স্থানীয়রা।