
গুরু শিষ্যের সম্পর্ক হল ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ও পরম্পরা। কিন্তু বিগত সরকারের আমলে এই বিষয়টাকে মান্যতা দেওয়া হয়নি। ২০১৮ সালের পর থেকে বর্তমান সরকার প্রতি বছর গরু পূর্ণিমা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। কারণ এ সরকার দেশের সংস্কৃতি ঐতিহ্য ও পরম্পরার প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল। সিপাহীজলা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে গুরুজনের সম্মাননা জানিয়ে এভাবেই আলোচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন। শনিবার জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত নলছড় দশমী ঘাট কমিউনিটি হলে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, নলছড় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন রিনা দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী উত্তম দাস এবং লুকজিৎ দেবনাথ প্রমূখ। অনুষ্ঠানে জেলার অন্তর্গত পাঁচজন গুরু ও জনজাতি সমাজের চারজন সমাজপতি কে সম্মাননা প্রদান করা হয়।