
Aug 16, 2025
শনিবার মোহনপুর মহকুমাধীন লেফুঙ্গা ব্লকের অন্তর্গত অভিচরণে অর্গানিক আম ও কাঠালের চাড়া রোপন করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ । এছাড়াও উপস্থিত ছিলেন এডিসির পি.ডব্লিউ.ডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, লেফুঙ্গা ব্লক চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন আম ও পিংক কাঁঠালের চারা রোপণ করা হয়েছে।এর উদ্দেশ্য হলো মানুষকে আত্মনির্ভর বানানো,মানুষ যেন কিছু রোজগার করে খেতে পারেন তার ব্যবস্থা করা।পাশপাশি বিস্তারিত জানান তিনি এই পিংক কাঁঠাল চাড়া রোপণ নিয়ে