
Aug 16, 2025
সামনেই দুর্গাপুজো, বাঙালিদের বড় উৎসব এই সময়ে, অনেক কোম্পানি তাদের কর্মচারীদের বোনাস প্রদান করে, যা "পূজা বোনাস" নামে পরিচিত। এটি কর্মীদের অতিরিক্ত অর্থ প্রদানের একটি উপায়, যা তাদের উৎসবের কেনাকাটা এবং উদযাপন করতে সহায়তা করে। ২০২৫ দুর্গাপুজো প্রাক্কালে বেসরকারি বিভিন্ন দপ্তরে সার্ভিস দেওয়া সকল কর্মচারীদের পূজার বোনাস নিয়ে মন্ত্রী টিংকু রায় নেতৃত্বে শনিবার ভগত সিং যুব আবাসে আলোচনা বৈঠক হয়। বিভিন্ন মালিকদের সাথে ।এদিন মন্ত্রী টিংকু রায় এই বৈঠকের বিষয়বস্তু বিস্তারিতভাবে তুলে ধরেন