ত্রিপুরা
img

কৌর বস ক্লাবের খুঁটি পূজা

প্রত্যেক বছরের ন্যায় এবার আগরতলার দক্ষিণাঞ্চলের কৌর বস ক্লাব স্বল্প বাজেটে দুর্গাপূজা করতে চলেছে। শারদীয়া দুর্গা উৎসবে শনিবার তাদের খুঁটি পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা করেন। শারদীয় দুর্গো উৎসবে এবার তাদের বাজেট ২ লক্ষ ৪১ হাজার টাকা রাজ্যের মুখ্যমন্ত্রীরহাত ধরে শারদীয় দুর্গোৎসবের সূচনা করা হবে। খুঁটি পুজোর শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক জানান দুর্গোৎসবের পুজোর দিনগুলিতে সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন বস্ত্র দান প্রসাদ বিতরণ পাশাপাশি অন্যান্য কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।