ত্রিপুরা
img

শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় রেলি অনুষ্ঠিত হয়

শনিবার জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিন। তেলিয়ামুড়া নেতাজিনগরস্তিত শ্রীকৃষ্ণ বিদ্যামন্দিরের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপকে কেন্দ্র করে এক রেলি অনুষ্ঠিত হয়। নেতাজি নগর লোকনাথ আশ্রম প্রাঙ্গন থেকে  রেলি শুরু হয়। সেখান থেকে রেলি, তেলিয়ামুরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজকে রেলিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন রাজ্য বিধানসভার  মুখ্যসচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়ক কল্যাণী সাহা রায়। তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। কো-অপারেটিভের চেয়ারম্যান কাউন্সিলর নীতিন কুমার সাহা। বিদ্যালয় এর অধ্যক্ষ হরেন্দ্র দেব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা।