
মনসা পূজা, যা সর্পদেবী মনসার পূজা হিসেবে পরিচিত, এটি বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পূজা মূলত সাপের উপদ্রব থেকে রক্ষা, রোগ নিরাময় এবং সমৃদ্ধি কামনায় করা হয়। মনসামঙ্গল কাব্যে মনসা দেবীর পূজা ও তার মাহাত্ম্য বর্ণিত রয়েছে।পুরাণ ও লোককথা অনুসারে, মনসা হলেন ঋষি কশ্যপ ও কদ্রুর কন্যা এবং শিবের আত্মীয়। আগামীকাল মনসা পূজা। সেদিকে লক্ষ্য রেখে বাজারে উঠেছে মনসা মূর্তি। তবে পরিশ্রমের তুলনায় দাম পাচ্ছে না বিক্রেতারা জানান তারা। পাশাপাশি প্রতিমা শিল্পীরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখে তাদেরকে যেন পার্মানেন্ট একটি মূর্তি বিক্রি করার জায়গা করে দেওয়া হয় । প্রসঙ্গত বটতলা এলাকায় মূর্তি বিক্রি করতে হলে প্রতিদিন তাদেরকে ৫০০ টাকা করে কমিটিকে দিতে হয়।