
ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস। নিয়ম মেনে দিল্লির লাল কেল্লায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাভাবিকভাবেই নজর সেদিকে। একদিকে যেমন, বক্তব্যে বারে বারেই কড়া বার্তা দিলেন পাকিস্তানকে, কখনও দেশকে আত্মনির্ভর হতে বলে নাম না করেও বার্তা দিলেন ট্রাম্পকে, তেমনই দেশবাসীর উদ্দেশে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই একেবারে বড় ঘোষণা করলেন মোদি।জানালেন, জিএসটি সংস্কারের কথা। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'এই দিওয়ালিতে, দেশবাসীর দ্বিগুন-দিওয়ালির কাজ করবে প্রধানমন্ত্রী। এই দিওয়ালিতে দেশবাসীকে বড় উপহার মিলবে।' তারপরেই বলেন, 'গত আট বছরে জিএসটির বড় সংস্কার করেছেন। গোটা দেশে ট্যাক্স কম করেছে, ট্যাক্স নীতি ব্যবস্থাকে সরল করেছে। আট বছর পর, সময়ের দাবি মেনেই এবার রিভিউ। হাই-পাওয়ার কমিটি দিয়ে রিভিউ করিয়েছে। রাজ্যগুলির সঙ্গে আলচনা করেছেন।পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনতে চলেছি। এই দিওয়ালির মধ্যেই তা দেশবাসীর জন্য উপহার হয়ে আসবে। করের হার অনেকটাই কমে যাবে। বিশেষ উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প।'