ত্রিপুরা
img

স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাবাহিনীদের সংবর্ধন অনুষ্ঠান

শুক্রবার উদয়পুর মাতাবাড়ি ব্লক কনফারেন্স হলে বিধায়ক অভিষেক দেবরায়ের নিজ উদ্যোগে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত সেনাবাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের দেশ সেবার প্রতিদানস্বরূপ সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, মাতাবাড়ি আরডি ব্লকের বিডিও অরিজিৎ পাল, মন্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক, সহ-সভাপতি পার্থ চক্রবর্তী সহ আরো অনেকে। বিধায়ক অভিষেক দেবরায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, অবসরপ্রাপ্ত সৈনিকদের পাশে দাঁড়াতে এবং শহীদ সেনা জওয়ানদের পরিবারকে শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত সৈনিকরা তার অবসরকালীন সুযোগ সুবিধা থেকে শুরু করে নানান ধরনের সমস্যার সম্মুখীন হন। তার পরিবারের লোকেরা অনেক সময় কি করবেন, কোথায় যাবেন, তা বুঝে উঠতে পারেন না। তাদেরকে সেই তথ্য জানাতে, বিধায়কের আয়োজিত হল সেনাবাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে এই অনুষ্ঠান।