ত্রিপুরা
img

মোহনপুরে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা

মোহনপুর মহকুমা ভিত্তিক ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি করা হয় মোহনপুর স্থিত মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে।সকাল ৯ টা ১০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন সিমনার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা প্রশাসক সুভাষ দত্ত, মোহনপুর পুরো পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শঙ্করদেব , মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ,তথ্য সংস্কৃতি দপ্তরের মোহনপুর মহকুমা আধিকারিক অশোক দেববর্মা,মহকুমা প্রশাসনের ডিসিএম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে  ইকফাই কলেজ, সহ বিভিন্ন স্কুল এবং সংস্থার ছাত্র-ছাত্রীরা দেশাত্ববোধক গান এবং নৃত্যে অংশগ্রহণ করে। সিধাই থানার উদ্যোগে প্যেরেড প্রদর্শন করা হয়।