ত্রিপুরা
img

ভারতরত্ন সংঘের উদ্যোগে রক্তদান শিবির

৭৯ তম স্বাধীনতা দিবসে সামাজিক কর্মসূচি হিসাবে রক্তদান শিবিরের আয়োজন করে উষা বাজার ভারতরত্ন সংঘ পাশাপাশি শারদীয়া দুর্গোৎসব থিমের উন্মোচন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি দীনেশ সরকার ক্লাব সম্পাদক সন্তান চক্রবর্তী গোমতী দুগ্ধ প্রোডাকশন চেয়ারম্যান রতন ঘোষ সমাজসেবী রাজিব সাহা সহ অন্যান্যরা।রক্তদান একটি মহৎ কাজ, যা অন্যের জীবন বাঁচাতে পারে। রক্তদান শিবির এই কাজে সহায়তা করে এবং সমাজের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনে। অনেক সময় হাসপাতালে রক্তের অভাব দেখা যায়, যা রোগীদের জীবন সংশয়ের কারণ হতে পারে। রক্তদান শিবিরের মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব। এসব উদ্দেশ্যকে সামনে রেখেই
স্বাধীনতা দিবসের দিনে রক্তদান কর্মসূচি গ্রহণ করে  ভারতরত্ন সংঘ ।এদিন রক্তদান শিবিরে সর্বমোট ৭৪ জন রক্তদাতা রক্ত দান করেন