ত্রিপুরা
img

গান্ধী ঘাট শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন রাজ্যপাল

১৯৪৭ সালের ১৫ আগস্ট  ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে ভারত বর্ষ স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫ আগস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।এই স্বাধীনতার অরুণোদয় সূচিত হয়েছে সুদীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে যা প্রায় দুশো বছর ধরে চলা ব্রিটিশ রাজশক্তিকে পদানত করে। এই স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার রাজ্যপাল   ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু   এদিন ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমে সার্কিট হাউজ গান্ধী মূর্তি পাদদেশ ও পড়ে গান্ধী ঘাট শহীদ বেদীতে যথাযোগ্য মর্যাদায় পুষ্পার্ঘ্য অর্পণ করলে। পাশাপাশি এদের উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ।