ত্রিপুরা
img

যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী রতন লাল নাথ

দেশজননী ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসের স্মরণীয় দিন ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। কয়েক শতক ধরে বহু বীর সন্তানের বুকের রক্ত ঝরানো ও বহু বীর শহীদের আত্মবলীদানের পর এসেছে মাতৃজননী ভারত মাতার জাতীয় মুক্তি তথা স্বাধীনতা। এই স্বাধীনতার অরুণোদয় সূচিত হয়েছে সুদীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে যা প্রায় দুশো বছর ধরে চলা ব্রিটিশ রাজশক্তিকে পদানত করে। শুক্রবার ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস। এদিন ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরার সচিবালয়ে যথাযোগ্য মর্যাদায়  জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী রতন লাল নাথ।