ত্রিপুরা
img

দোকানের দরজা ভেঙ্গে প্রাণে মারার চেষ্টা এক ব্যক্তিকে !

রাতের অন্ধকারে দোকানের দরজা ভেঙ্গে এক ব্যক্তিকে প্রাণ নাশের চেষ্টা। ভাগ্যচক্রে ওই ব্যক্তি দোকানে না থাকায় প্রাণে বাঁচেন এবং পরবর্তীতে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ী পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের খাদিমপাড়ার বাসিন্দা সাবুল মিয়া। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ১২ই আগস্ট মঙ্গলবার গভীর রাতে ৮নং আসাম-আগরতলা জাতীয় সড়কের কুর্তা গাছ সংলগ্ন এলাকায় উনার দোকানে একদল সশস্ত্র দুষ্কৃতিকারীরা দোকানের দরজা ভাঙ্গে বলে অভিযোগ। কিন্তু পরে ভেতরে প্রবেশ করে দেখতে পায়  উনার দোকানের কোন সামগ্রী চুরি করেনি দুষ্কৃতিকারীরা। তাছাড়া ভাগ্যচক্রে ঐদিন দোকান মালিক সাবুল মিয়া দোকানে ছিলো না। তাই উনার সন্দেহ, ওই সশস্ত্র দুষ্কৃতিকারীরা উনাকে প্রাণে মারার জন্যই দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তিনি আরো জানান, উনার স্ত্রী হাজিরা বেগমের সঙ্গে উনার পারিবারিক সমস্যা থাকায় তার স্ত্রী নাকি তাকে প্রাণে মারার জন্য কৌশল করেছিল বলেই উনার সন্দেহ। তাই তিনি পরদিন অর্থাৎ বুধবার সকালে চুরাইবাড়ি থানায় স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। সাবুল আরো জানান, চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা অবস্থায় তিনি প্রশাসনের নিকট ন্যায় বিচার চেয়েছেন।