
৭৯ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্রকরে শান্তির বাজার মহকুমার আরক্ষা প্রসাশনের উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় তিরঙ্গা র্যালী। শান্তির বাজার ট্রাইজংশন এলাকাথেকে এই র্যালী শুরহয়। র্যালীটি শান্তির বাজারের বিভিন্নপথ পরিক্রমা করে বাইখোড়া থানায় গিয়ে সমাপ্তিহয়। শান্তির বাজার থানা, বাইখোড়া থানা, মনপাথর ফাঁড়ী থানা ও জোলাইবাড়ী ফাঁড়ী থানার আরক্ষাদপ্তরের কর্মীরা বাইকে র্যালি সংগঠীত করে। আরক্ষাদপ্তররের উদ্দ্যোগে আয়োজিত আজকের র্যালীতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপী দের্বমা, দক্ষিন জেলাপরিষদের সদস্য শম্ভু মানিক, শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত, মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস,বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস।