
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকাল ৬ টা ৪৫ মিনিটে শিয়ালদা যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থামলো বিলোনীয়া রেল স্টেশনে । এই আবেগ ঘন অনুষ্ঠানের সাক্ষী থাকলো দক্ষিণ জেলাবাসী । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর বিলোনিয়া স্টেশনে নতূন স্টপেজের সুচনাকে সামনে বিলোনিয়া রেল স্টেশনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন মূহুর্তের অনুষ্ঠান। উচ্ছ্বাসিত জনগনের করতালি ও স্লোগানের মধ্য দিয়ে বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার নতূন স্টপেজের স্বাগত জানানো হয়। জনগণের পাশাপাশি এই দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজের শুভ সুচনার মূহুর্তে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র , বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ ,জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি, বদরপুর রেলে এর এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা সহ অন্যান্য অতিথিরা । । অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিরা আলোচনা শেষে, সবুজ পতাকা নেড়ে বিলোনীয়া স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর যাত্রার শুভ সূচনা করেন ।