
Aug 14, 2025
পূর্ব গকুলনগর আগরতলা উদয়পুর সড়কে নাম্বার বিহীন বোলেরো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বিশালগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা গ্রস্থ গাড়ি উদ্ধার করে এবং গাড়িটি তল্লাশি চালিয়ে ৪২৫ টি এসকফ নেশা জাতীয় সিরাপ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে। জানা যায় কড়ুইমুড়া আমতলী এলাকায় নেশা কারবারী দুই গুষ্টির মধ্যে সংঘর্ষ হয় একাধিক দুই গোষ্ঠী নিজেদের লক্ষ্য নিজেদের বন্দুক দিয়ে গুলি পর্যন্ত করে। এক গুষ্টির লোক নেশা জাতীয় সিরাপ গুলি গাড়ি করেন নিয়ে পালিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে বলে জানাযায়। তবে পুলিশ করই মোরা আমতলী এলাকায় একাধিক বার গুলি কাণ্ডের ঘটনা এড়িয়ে গিয়েছে বলে জানাযায়।