
ধর্মনগর জেলা হাসপাতালে বুধবার রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ২০ বছরের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ, আছিনা বেগম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ।তাঁর মৃত্যুতে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সমগ্র মহকুমায়, পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।ঘটনার বিবরণে প্রকাশ সোমবার প্রসব বেদনা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি হন আছিনা বেগম।এটি ছিল দম্পতির প্রথম সন্তান।বুধবার দুপুরে সিজার অপারেশনের মাধ্যমে একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত ছুটে আসেন ডিউটিতে থাকা চিকিৎসক ডঃ রাজা নাগ, খবর পেয়ে আসেন গাইনোকলজিস্ট ডঃ অঙ্কিতা ভট্টাচার্য ও মেডিকেল সুপার ডঃ . ভাস্কর দাস। এক ঘণ্টারও বেশি সময় ধরে প্রাণপণ চেষ্টা চালিয়েও আছিনা বেগমকে বাঁচানো সম্ভব হয়নি।হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হার্ট অ্যাটাক বা অন্য কোনও জটিলতার কারণে মৃত্যু হতে পারে। ডঃ রাজা নাগ গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “শত চেষ্টা করেও আমরা তাঁকে ফিরিয়ে আনতে পারলাম না। এটি সত্যিই এক বেদনাদায়ক ঘটনা।”মৃতার পরিবার অভিযোগ করেছে, জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত বেহাল। পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও উন্নত জরুরি পরিষেবা না থাকায় এই ধরনের মৃত্যু ঘটছে।