
হরঘর তিরঙ্গা যাত্রা কর্মসুচিতে সামিল হলেন সাসংদ রাজীব ভট্টাচার্য। ৩৭ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের সাড়াসীমা এলাকা থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা। এলাকার প্রত্যেক নাগরিকের বাড়িতে গিয়ে বয়োজ্যেষ্ঠদের হাতে তুলে দেন জাতীয় পতাকা ।সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও এই দিনের আয়োজিত কর্মসূচিতে সামিল হন জেলা সভাধিপতি দীপক দত্ত, বিজেপি জেলা কমিটির সভাপতি দ্ধীপায়ন চৌধুরী, ঋষ্যমুখ মন্ডলের সভাপতি নকুল পাল, বিলোনিয়া মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জাতীয় পতাকার আন বান শান অক্ষুন্ন রাখতে ১২ই আগষ্ট থেকে ১৫ই আগষ্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসুচির সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেক ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে ৭৯ তম স্বাধীনতা দিবস উপভোগ করতে পারবে বলে আশা ব্যক্ত করেন সাংসদ।