
Aug 13, 2025
রাজ্যে প্রথমবারের মত কচিকাঁচা চিত্র চিত্রশিল্পীদের জন্য স্থায়ী আর্ট গ্যালারি স্থাপন করতে চলেছে রাজ্যের খ্যাতনামা চিত্রশিক্ষা কেন্দ্র ইন্ডিয়ান স্কুল অফ ফাইন আর্টস একাডেমি হিজিবিজি। আগামী ১৫ আগস্ট শুক্রবার রাজধানী আগরতলার ৩৭ আখাউড়া রোডের সন্তোষ মার্কেটস্থিত ইন্ডিয়ান স্কুল অফ ফাইন আর্টস একাডেমীতে সন্ধ্যা ছয়টায় আর্ট গ্যালারির অনুষ্ঠানিক উদ্বোধন হবে, বলে সাংবাদিক সম্মেলনে জানালেন একাডেমির অধ্যক্ষ দিলীপ কুমার দে।