
Aug 13, 2025
বুধবার ইন্দ্রনগর যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে বীর বন্দনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিনের এই অনুষ্ঠানে ১৫ আগস্ট উপলক্ষে যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে। পাশাপাশি যারা দেশের জন্য দিনরাত কাজ করে গেছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার আরক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন আধিকারিক এবং অবসরপ্রাপ্ত দের সম্মাননা দেওয়া হয় । এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সঞ্জয় ঘোষ এলাকার অভিভাবক বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত , এলাকার কাউন্সিল সহ এলাকার অন্যান্যরা। এদিন মোট ১২০ জনকে সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।