ত্রিপুরা
img

৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে তিরঙ্গা র‍্যালি

জাতীয় পতাকা দেশের জনগণের জন্য গর্ব ও সম্মানের প্রতীক। এটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষকে একত্রিত করে জাতীয় পতাকা। এটি জাতীয়তাবোধ এবং জনগণের মধ্যে ঐক্য ও সংহতি সৃষ্টি করে। তাই স্বাধীনতা দিবসকে সামনে রেখে বুধবার  হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে এদিন তিরঙ্গা মিছিলের আয়োজন করা হয়। মিছিলটিতে  উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য ব্যক্তিরা ।মিছিলটি শুরু হয় বনমালীপুর রামঠাকুর আশ্রম রোড থেকে।