ত্রিপুরা
img

স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে আসাম রাইফেল মাঠে চূড়ান্ত প্রস্তুতি

আগামী শুক্রবার ১৫ ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে বুধবার আগরতলা আসাম রাইফেল মাঠে ফাইনাল প্রস্তুতি হবার কথা থাকলেও বৃষ্টির জন্য তা হতে পারেনিl তবে ফাইনাল প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধনকর। পাশাপাশি সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানান কুড়ি দিন ধরে তাদের এই প্রস্তুতি চলছে তিনি আশা প্রকাশ করে স্বাধীনতা দিবসে তাদের  প্যারেড খুব ভালোভাবে হবে।