
বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে কৈলাসহর গৌরনগরের ১৩২কেভি লাইনের প্রসার এবং ধর্মনগরের মিশনটিলা থেকে কৈলাসহর অব্দি নবনির্মিত ১৩২কেভি ট্রান্সমিশন লাইনের উদ্ধোধন হয়েছে। মন্ত্রী রতন লাল ছাড়াও উপস্থিত ছিলেন , সমাজ কল্যান দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদার, ঊনকোটি জেলা পরিসদের সদস্য বিমল কর, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা পাল দাস, বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। উদ্ধোধনের পর মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা নবনির্মিত ট্রান্সমিশন ঘুরে দেখেন। উদ্ধোধনী অনুস্টান শেষে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানান যে, কেন্দ্রীয় সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ষাট কোটি টাকা ব্যয়ে এই ট্রান্সমিশন কেন্দ্রটি নির্মিত হয়েছে। এই ট্রান্সমিশন নির্মাণের ফলে কৈলাসহর, শ্রীরামপুর, চন্ডীপুর, গৌরনগর, টিলাবাজার, বিলাশপুর, মনুভ্যালী, রাংরুং, বাবুরবাজার সহ মোট নয়টি জায়গায় চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ পরিসেবা প্রদান করা হবে নতুন ট্রান্সমিশন কেন্দ্র থেকে। গৌরনগর এলাকায় ১৩২কেভি ট্রান্সমিশন কেন্দ্রের উদ্ধোধনের পর দুই মন্ত্রী চলে যান কৈলাসহরের ছনতৈল এলাকায়। ছনতৈল এলাকায় নবনির্মিত কৃষক বন্ধু কেন্দ্রের উদ্ধোধন করেন। কৃষক বন্ধু কেন্দ্রের উদ্ধোধনী অনুস্টানে দুই মন্ত্রী ছাড়াও কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।