
মঙ্গলবার শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় রুটিন তল্লাশী চালায় শান্তির বাজার থানার পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন আগরতলা থেকে সাব্রুম মনুবনকুলগামী কুয়েশা কৃষ্টি নামক বাসে সন্দেহ জনক তল্লাশি চালিয়ে শ্যামল সরকার (৪৩) নামে এক যাত্রীর কাছ থেকে ৫ পেকেট গাঁজা উদ্ধার করা হয়। মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পরবর্তী সময় মহকুমা শাসকের কার্যালয়থেকে ডি সি এম পবিত্র দাস ও ফরেন্সিক টিমের উপস্থিতিতে গাঁজাগুলি পরিক্ষা করা হয়। সমস্ত আইনি পক্রিয়া শেষে গাঁজা সহ শ্যামল সরকার নামে যাত্রীকে গ্রেপ্তার করা হয়। শ্যামল সরকার বিশ্রামগঞ্জ বরজলা এলাকার বাসিন্দা। সে এই গাঁজা গুলি বিশ্রামগঞ্জ থেকে সাব্রুম মনুর উদ্দ্যোশ্যে নিয়ে যাচ্ছিলো সে।শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা, মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস ও মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমার যৌথ উদ্দ্যোগে এ অভিযান চালানো হয়।পুলিশের এইধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে বলে জানা যায়। সংবাদমাধ্যমের মধ্য দিয়ে বিস্তারিত তুলে ধরেন শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা।