
ডাবল ইঞ্জিনের সরকারের জাতীয় সড়ক নির্মাণ কাজ মানেই লক্ষ কোটি টাকার ঘোটালা আর কমিশন বাণিজ্য।খোয়াই মানিক ভান্ডার সড়ক যা কিনা ২০৮ বি জাতীয় সড়কের এই অংশ। খোয়াই মহকুমার সুখিয়া বাড়িতে জাতীয় সড়কের বছরদের এক আগে নির্মিত একটি বক্স কালভার্ট ভেঙে যায়। সোমবার দিনভর ভোগান্তের শিকার হয়েছে সাধারণ মানুষ থেকে যানবাহন চালকদের। বড় বড় পণ্যবাহী গাড়ি ,যাত্রীবাহী গাড়ি ও নিত্যযাত্রী থেকে যাত্রী সাধারণ সবাইকে সারাদিন ধরে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার আর সাথে নির্মাণকারী ঠিকেদারী এজেন্সির লুট ইত্যাদি কারণে জুড়াতালি দিয়ে তৈরি হয় সড়ক। ফলে জাতীয় সড়কের বেহাল অবস্থা। এখন দেখার বিষয়, কবে নাগাদ জাতীয় সড়কটি সংস্কার হয় এবং চলাচলের উপযুক্ত হয়ে ওঠে।