ত্রিপুরা
img

নেশায় আসক্ত যুব সমাজ !

মাদকের টাকা জোগাড় করতে দিনে দুপুরে এক বাড়ীতে চুরি করতে গিয়ে ধরা পড়লো  মাদক সেবনকারী টুটন দেবনাথ। পালিয়ে যাওয়ার সময় তাকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাট পুরাতন শিববাড়ী রোড এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সাধারণ জনগণের অভিযোগ সরকার গঠনের পর নেশার বিরুদ্ধে প্রশাসনকে কাজে লাগিয়ে প্রথম কিছুদিন চুটিয়ে চলে মাদকের কারবারী ও সেবনকারীদের ধরপাকড়। কিছুদিন যেতে না যেতেই এসব অভিযান যেন উড়ে যায় ভোজবাজীর মতো। বর্তমানে মাঝেমধ্যে কেবল চুনুপুটি নেশা কারবারীদের আটক করে মিডিয়া ডেকে নিজেদের কৃতিত্ব তুলে ধরতে কোন খামতি রাখছেনা প্রশাসন।অভিযুক্ত নিজেই জানায়, কাজের সন্ধানে বেরিয়েছিলো সে। কাজের শেষে উপার্জিত টাকা দিয়ে প্রতিদিনকার ড্রাগসের খোরাক মেটানো ছিলো তার মূল লক্ষ। কিন্তু কাজ না পেয়ে ড্রাগসের টাকা জোগাড় করতে গিয়ে ঐ বাড়ীতে চুরির উদ্দেশ্যে ঢুকে পরে সে। কিন্তু শেষমেশ তাকে ধরে ফেলে জনতা।ঘটনাস্থলে পৌছায় কুমারঘাট থানার পুলিশ। অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।