ত্রিপুরা
img

উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ !  খুন নাকি আত্মহত্যা?

মঙ্গলবার আমবাসা বন দপ্তরের ইকো পার্কে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম শান্তনু দাস বাড়ি সালেমা থানাধীন শিঙ্গিনালা এলাকায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই আত্মহত্যা। তবে মৃতার পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। । এই ঘটনা নিয়ে পরি হয়েছে রীতিমত রহস্য খুন নাকি আত্মহত্যা সঠিক তথ্য এখনো জানা যায়নি।ঘটনাস্থলে আমবাসা থানার পুলিশ এবং ফরেন্সিক টিম এসে উপস্থিত হয়। 

 

কিন্তু আমবাসা বন দপ্তরের ইকোপার্কের সিসি ক্যামেরা অচল হয়ে পড়ে রয়েছে অথচ পার্কে প্রবেশ করতে গেলে টিকিট দিয়ে প্রবেশ করতে হয়   নেই কোন রেজিস্টার ব্যবস্থা। এমনটাই জানালে খোদ পার্কের গার্ড  ।সিসি ক্যামেরা এবং রেজিস্টার এই দুইটি সঠিক থাকলে আজকের ঘটনায় পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করতে পারত।