
মন্দির-মসজিদ, গির্জা বিদ্যালয় এবং থানার পর শেষ পর্যন্ত আদালতে চুরির কান্ড সংঘটিত করলো চোরের দল।পাহারাদার কে ফাঁকি দিয়ে আদালতে চোরের তাণ্ডব। সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে তছনছ করে চুরি করে পালিয়ে যায় চোরের দল।মুহুরী অ্যাসোসিয়েশন কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর।প্রশ্ন উঠছে,মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংঘটিত হলো। এদিনের চোরের দল চুরির কাণ্ড সংঘটিত করার পর কিছু কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মঙ্গলবার আদালতে আইনজীবী থেকে শুরু করে মুহুরীরা যখন আদালতে প্রবেশ করেন তখনই তারা এই সমস্ত চুরির কাণ্ড দেখতে পায়। মঙ্গলবার সকালে আদালতে এই চুরির ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশালগড় বার এসোসিয়েশনের সহ-সভাপতি তথা আইনজীবী বাবুল দেবনাথ সহ ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক সাহা। তবে একাংশ আইনজীবীদের অভিমত বিভিন্ন প্রমাণ পত্র লুট করার লক্ষ্যে মূলত চুরির এই মূল উদ্দেশ্য।