ত্রিপুরা
img

প্লাস্টিক পলিবেগের ব্যবহার , নিরব দপ্তর !

কেন্দ্রীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিব্যাগের ব্যবহার বন্ধ নেই । একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। এক সময় মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে প্লাস্টিকের কুপ্রভাব তুলে ধরে এর ব্যবহার বন্ধ করতে আবেদন করেছিলেন। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে রাজ্যগুলোর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে চিঠি দিয়ে কার্যকরী ভূমিকা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশ্ন হল রাজ্যে কতটা কার্যকরী হয়েছে কেন্দ্রের নির্দেশ। রাজ্যে দেদার প্রবেশ করছে পলিব্যাগ বোঝাই গাড়ি। চোরাই বাড়ি চেক পোস্টে  গাড়িগুলোকে তল্লাশি করার প্রয়োজন টুকু অনুভব করছে না প্রশাসনিক আধিকারিকরা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নেই কোন নজরদারি। প্লাস্টিক মুক্ত হয়নি বাজার। কমেনি অবৈধ প্লাস্টিক কেরিব্যাগের ব্যবহার। ফলে অতিমাত্রায় প্লাস্টিক ব্যবহারের কারণে জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন দেখার বিষয় কবে নাগাদ  রাজ্যের বাজার গুলি প্লাস্টিক মুক্ত হবে।