
তরমুজ খেয়ে অসুস্থ একই পরিবারের পাঁচজন। ঘটনা বিলোনিয়া শহরের নেতাজি পল্লী এলাকায়। বর্তমানে পাঁচজনই চিকিৎসাধীন রয়েছে বিলোনিয়া মহকুমা হাসপাতালে। খবর সূত্রে জানা যায় নেতাজি পল্লী এলাকার বাসিন্দা তপন দেবনাথ বিলোনিয়া বনকর বাজার আরৎ থেকে তরমুজ কিনে আনেন। আর সেই তরমুজ খাওয়ার পর বাড়ির যত জন সদস্য খেয়েছে সকলেই একসাথে অসুস্থ হয়ে পড়ে। এই বিষয় নিয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাসের সাথে কথা বললে তিনি জানান ঘটনা যতটুকু শোনা গেছে ততটাই সত্যি। গতকাল রাতেই তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে যেহেতু তরমুজ সবটাই তারা খেয়ে ফেলেছেন বাকি কোন অংশ তাদের কাছে নেই তাই সেটাকে পরীক্ষা করে সঠিক কোন তথ্য দেওয়া এ মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে এই বিষয়ে পরিষ্কার যে খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়েছে একই পরিবারের পাঁচজন। বর্তমানে তাদের অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে তরমুজের মধ্যে কিছু থাকলেও থাকতে পারে। তবে ইতিমধ্যেই বিলোনিয়া শহর জুড়ে তরমুজ আতঙ্ক দেখা দিয়েছে।