
Jul 15, 2025
জাতীয় পতাকা একটি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ঐক্যের প্রতীক। এটি একটি জাতির গর্ব এবং আত্মমর্যাদার পরিচায়ক। জাতীয় পতাকা উত্তোলন করা হলে, তা দেশের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করে। ১৯৪৭ সালের ২২ জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর ১৫ অগস্ট এটি ভারতের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে। পবিত্র বিধানসভার সামনে হাইমাস্ট জাতীয় পতাকা মুখ্যমন্ত্রীর হাত ধরে উত্তোলিত করা হয়েছিল। সেই পতাকা ছেড়া অবস্থায় উড়ছে। অবিলম্বে এটি পাল্টানোর দাবি উঠেছে।