
Jul 15, 2025
মঙ্গলবার খোয়াই কালীবাড়ির চর গনকি এলাকায় ভোর রাতে চুরি ঘটনা । ঘটনা সূত্রে জানা যায় সুব্রত বণিকের বাড়ি থেকে তালা ভেঙে একটি বাইক সহ একটি বাইসাইকেল চুরি করে পালিয়ে যায় চোরের দল পরবর্তী সময়ে বাড়ির বসবাসকারী লোকজনরা ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে ঘটনাটি প্রত্যক্ষ করলে দেখতে পায় তালা ভাঙ্গা এবং বাইক সহ বাইসাইকেল উধাও খবর দেওয়া হয় খোয়াই থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুভাষ পার্ক আউট পোস্টের ওসি রঞ্জিত সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা।