
Jul 15, 2025
৯১৫ জন পিজি ও ৭০০ জন জিটি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।ত্রিপুরায় শিক্ষক স্বল্পতা দূরীকরণে নতুন করে ৯১৫ জন পিজি ও ৭০০ জন জিটি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান। এছাড়া এদিন মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরে ৬ জন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, তিনি আরও বলেন, আগামী কিছুদিনের মধ্যেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে।