ত্রিপুরা
img

শুরু হতে যাচ্ছে নেশা ও বাল্যবিবাহ নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে এবং মোহনপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় বাল্য বিবাহের ক্ষতিকারক  দিক এবং নেশার কু প্রভাব নিয়ে আগামী ১৭ তারিখ বামুটিয়া বিধানসভার গান্ধীগ্রাম স্কুল মাঠে এক সচেতনতা মূলক কর্মসূচির সূচনা হতে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী  ডাঃ মানিক সাহার হাত ধরে।এক সামাজিক অভিশাপ বাল্যবিবাহ প্রতিরোধ এবং নেশামুক্ত ভারত গঠনের  লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের এই সচেতনতা মূলক কর্মসূচিকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন গান্ধীগ্রাম স্কুলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ ও মোহনপুর মহকুমা প্রশাসন।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম  ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল,মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত,প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ, সমাজসেবক শিবেন্দ্র দাস সহ অন্যান্যরা।এই সাংবাদিক সম্মেলনে ১৭ তারিখের উক্ত কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত,পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।