ত্রিপুরা
img

গুরুত্বপূর্ণ বৈঠকে মেয়র !

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে শুরু হয়েছিল আগরতলার কাসার পট্টিতে ৫০ শয্যা বিশিষ্ট সিভিল  হাসপাতালের কাজ । সেই সিভিল  হাসপাতালে কাজ কতটুকু এগিয়েছে এবং কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে স্বাস্থ্য আধিকারিক ও পুর নিগমের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয় পুরো নিগমের অফিস কার্যালয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা কিরণ গীত্তে মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকগণ।