ত্রিপুরা
img

এবার সামাজিক মাধ্যমে বার্তা দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

 রাজ্যে ক্রমবর্ধমান বিদ্যুৎ দপ্তরের বিল নিয়ে আতঙ্ক বেরিয়ে চলছে রাজ্যের সাধারণ জনগণের, এ আতঙ্ক আরো প্রশমিত হয়েছে স্মার্ট মিটার বসানোর ঘোষণার পর থেকেই, দেখা গিয়েছে প্রায় প্রতিনিয়ত গ্রাহকদের বাড়তি বিদ্যুৎ বিল আসতে শুরু করেছে, যার নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি, এ নিয়ে সামাজিক মাধ্যম এখন উত্তাল, অবশেষে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সামাজিক মাধ্যমে লেখেন " বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে তা নিগম কর্তৃপক্ষকে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন" এবং পাশাপাশি তিনি লেখেন বিদ্যুৎ বিল নিয়ে রাজ্যবাসী যাতে অযথা আতঙ্কিত না হন, এখন দেখার বিদ্যুৎ আতঙ্ক দূরীকরণে রাজ্যর বিদ্যুৎ মন্ত্রী নির্দেশে নিগম কর্তৃপক্ষ কি ভূমিকা গ্রহণ করেন? সেই দিকেই তাকিয়ে রাজ্যের সংশ্লিষ্ট মহল।